কষ্ট
https://www.facebook.com/profile.php?id=100069947379970
বাইরে টিপটিপ বৃষ্টি পরছে
আমার চোখ থেকে ঝরছে অবিরাম ধারায়
এর যেন শেষ নেই।
জানিনা সৃষ্টিকর্তা আমার জীবনটা কেনো
যে মরুভুমির মত করে দিলেন।
আমি আজ যে দিকে তাকাই
সেদিকেই অন্ধকার দেখি
কোনো আলো নেই আমার জীবনে।
কিন্তু এমনতো হবার কথা ছিল না
তবে কোনো এমন হলো ?
তিলে তিলে আমি নিজেকে নিঃশেষ করে চলছি
জানিনা মরণ কখন আসবে, সহজে আসবেনা
এত দুঃখ যার ভাগ্যে তার মরণ নেই সহজেই।
আমি তো মরেছি অনেক আগেই
এভাবে বেঁছে থাকা যে মূত্যুরই নামান্তর।
এক এক বার ইচ্ছে করে আত্নহত্যা করতে
কিন্তু তাও পারি না
আমার জীবনের আশা আকাঙ্খা সব শেষ হয়ে গেছে
ব্যাথা ভরা জীবনটা আর কতদিন বয়ে বেড়াব
তুমি আমাকে মূত্যু দাও খোদা।
ও খোদা আমি আর পারছিনা এ জীবনের ভার বইতে
তুমি আমার ভাগ্যটা কেন এমন করে লিখলে ?
আধারের শেষে আলো আসে জানি
কিন্তু আমার জীবনের আধারের অবসান কবে হবে?
মন্তব্যসমূহ